২৯ অক্টোবর ২০২৫

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সরকার নিবেই : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

করোনা নিয়ন্ত্রণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে সরকার। তাই দেশবাসীকে সরকারের উপর আস্থা রাখার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (২১ মার্চ) বিকালে দেশবাসীকে এ আহবান জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে শিক্ষা উপমন্ত্রী লিখেন, ‘সরকারের উপর আস্থা রাখুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সরকার নিবেই। আমাদের সবার বিশেষজ্ঞ হওয়ার, বা হুজুগে মেতে ওঠার কোনো দরকার নেই। যেই নির্দেশনা যখন আসবে, তখন সেটা যেন আমরা মানি।

উল্লেখ্য, করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ২৪ জন। আর মারা গেছেন দুই জন। করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন