২৪ অক্টোবর ২০২৫

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারিচালিত রিকশাচালকরা

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকরা দাবি আদায়ে নগরের আগ্রাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিক্ষোভ করছেন। ফলে দুপুর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে নগরের টাইগারপাস, বারেক বিল্ডিং পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে দুপুর ২টার দিকে নগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দাবি দাওয়ার বিষয়ে আলোচনার আশ্বাস দিলে আন্দোলনকারী রিকশাচালকরা সড়ক ছেড়ে অবরোধ তুলে নেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আন্দোলনকারীদের পক্ষে ডবলমুরিং থানার শ্রমিকদলের সাবেক সভাপতি বলেন, ‘ ব্যাটারি রিকশার লাইসেন্স দিতে হবে। ঢাকা, চাঁদপুর কুমিল্লার মতো চট্টগ্রামেও লাইসেন্স দিয়ে এলাকার বিভিন্ন অলিগলি, সড়কে চালানোর অনমুতি দিতে হবে। যেসব রিকশা আটক করা হয়েছে সেসব রিকশা ছেড়ে দিতে হবে এবং আগামী ৭দিন পর্যন্ত আরো কোনা রিকশা আটক করা যাবে না।’

আরও পড়ুন