৬ নভেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত আইআইইউসি’র ছাত্রী তুলীর মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় আহত নুসরাত জাহান তুলী নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) ভোরে নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টা ৩৫ মিনিটে জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন আইআইইউসির বিবিএর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নুসরাত জাহান তুলী। তিনি পরিবারের দ্বিতীয় কন্যা সন্তান ছিলেন।

নিহত তুলী বাবা মোহাম্মদ মঞ্জু ফৌজদারহাট বিদ্যুৎ অফিসে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাধে মোহাম্মদ মঞ্জু ফৌজদার সিডিএতে ভাড়া বাসায় থাকতেন। নিহত নুসরাত জাহান তুলী দুই কন্যা সন্তানের মাঝে সবার ছোট।

মোহাম্মদ মঞ্জু জানান, আমি আমার মেয়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি, আমার মেয়ের জন্য দোয়া করবেন, এর চাইতে বেশি কিছু বলা সম্ভব না।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ