২ নভেম্বর ২০২৫

সত্যিই মায়েরা ভুল করে!

সায়মা তাবাসসুম তোহফা »

ঘরে নতুন সন্তান এসেছে। পরীর মত কন্যার জন্ম হয়েছে। খুশির জোয়ার। উপহারে ঘর ভর্তি। সবাই খুব খুশি। শুধু মাটাই শুনতে পায় “আহা একটা ছেলে হলে ভালো হতো।” অথচ আমরা সবাই খুবই ধর্ম মানি। কিন্তু তখন ভুলে যাই, আল্লাহ যখন সবচেয়ে খুশি হন তখন কন্যা সন্তান দেন। ভুলে গিয়ে আমরা এমন ভান করি যেন মায়ের দোষেই ছেলে হয়নি। কিন্তু বিজ্ঞান বলে ছেলে হবার ক্রোমোজম থাকে শুধুই ছেলেদের। কিন্তু সমাজ এটাই প্রতিষ্ঠিত করেছে না, এতে মায়েরই দোষ।

তবু সব শুনেও মা কিন্তু ঠিকই সন্তানকে সর্বোচ্চ আদর দেন। লালন পালন করেন। ছেলে হোক বা মেয়ে।

এর পর আসলো লালন পালন। আমরা অনেকেই মা হওয়ার লাইনে যারা সিনিয়র তারা নতুন মাকে কিংবা একা একা সন্তান লালন পালন করা মাকে লম্বা লেকচার দিতে ভুল করি না। কথায় কথায় ভুল ধরিয়ে দিতে দেরি করি না।এক্ষেত্রে আবার মা হয় নি তারাও কম যান না। অথচ আমরা চিন্তাও করি না, মা কখনো সন্তানের ক্ষেত্রে ভুল করতে পারেনা। হয়তো ভুল করে বেশি ভালোবাসতে পারে। হয়তো প্রথম বার মা হওয়ার ক্ষেত্রে অনেক বিষয় নতুন মাটা বুঝতে পারে না। কিন্তু আমরা সন্তানের দুনিয়ায় সব ভুলের জন্য ওই মাকেই দায়ী করি। একবারও ভাবি না ওই মাটার মনের অবস্থা কি। কথাগুলো শুনতে তার কষ্ট লাগবে ভাবিই না। এ আর এমন কি। অথচ ওই মায়ের মানসিক সাপোর্টের কথা ভাবাটাকে আমরা অতিরিক্ত আহ্লাদী পনা মনে করি। ওর বিশ্রামটাকে অলসতা মনে করি। বাচ্চাটাকে আদর করাটাতে স্বভাব নষ্ট মনে করি। কিন্তু নিজের মেয়েটা বা বোনটার যখন এ অবস্থা যায়, তখন জানটা দিয়ে তাতে সাপোর্টের চেষ্টা করি। কি আজব সব!

আমরা আবার মাকে বেশি ভালোবাসি।। মা দিবসের ভিডিও দেই, শুভেচ্ছা জানাই। কিন্তু পাশে স্ট্রাগল করা মাটাকে পাগল বলি। তার সবকিছুই যেন ভুল। কেন?

সন্তান বড় হয়। কোন সন্তানকেই মা-বাবা কম ভালোবাসেন না বা ছেলের জন্য এক রকম কষ্ট মেয়ের জন্য এক রকম কষ্ট করে না। কেউ করে বলে আমার জানা নেই।করে থাকলে সেটা অন্য কথা। কিন্তু দায়িত্ব পালনের কথা আসলে শুধুই ছেলের দায়িত্ব। মেয়েদের কোন দায়িত্ব নাই? বিয়ে করেই সারা? অনেক ক্ষেত্রে দেখা যায় এ দায়িত্ব আরেক জনের দায়িত্ব পালনের ভুল ধরাতেই সীমাবদ্ধ থাকে।যারা করে তাদের কথা ভিন্ন। সন্তানের পায়ের নিচে কি শুধু ছেলে সন্তানের বেহেশত? তাহলে মেয়েটির? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।।

মায়েদের কষ্ট বোঝাটা শুধু এক জায়গায় সীমাবদ্ধ না রেখে সব মাকেই সম্মান জানাই।কারন মা তো মাই। যে যার জায়গা থেকে তাকে সাপোর্ট করি। নিজে সাপোর্ট পাই নি বলে আরেক জনকে সাপোর্ট করবো না বা নিজের সময় না থাকার বাহানায় তার সব সময়ের অপব্যবহার নিয়ে বলব তা তো হয়না।।

একটা কন্যা শিশু যখন জন্ম নেয়, তখন বাবার রাজকন্যা থাকে। কিন্তু যখন সে মা হয়, তখন তার রাজকন্যার জন্যও সর্বোচ্চ করার চেষ্টা করে।।কিন্তু আমরা তার ভুল ধরতে ধরতে তার মধ্যে যে নুন্যতম আত্মবিশ্বাসটা থাকে, তাও ভেঙে দেই।
তুমি ভালোই বাচ্চা মানুষ করছ না বলে আমরা তুমি সব ভুল করছ, আমরা সব ঠিক করেছিলাম। এটা বলতে বেশি ভালোবাসি।।

কিন্তু একজন মাই তার সন্তানের জন্য বিনিদ্র রাত, উপোস দিন কাটায়।শরীরের অবর্ণনীয় কষ্ট সহ্য করে। সেটা কিন্তু সব মায়েরই বোঝার কথা।নিজেকে সব সময়ই ফিটফাট করে রাখা মেয়েটা সন্তানকে, সংসারকে ফিটফাট রাখতে গিয়ে নিজেই অগোছালো হয়ে যায়, তখনো আমরা তার ভুল ধরি।

সত্যিই মায়েরা ভুল করে! পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক।

(বি.দ্র.- দয়া করে কেউ পোস্ট দাতার জীবনের সাথে মিল খুঁজতে যাবেন না। কারো সাথে মিলে গেলে লেখক দায়ী নন।)

লেখক : প্রধান শিক্ষক, দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুটাখালী, চকরিয়া, কক্সবাজার

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ