২৭ অক্টোবর ২০২৫

সদরঘাট ও বাংলাবাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের সদরঘাট ও বাংলাবাজার ঘাটের সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ আগস্ট) এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে অংশ নেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

চট্টগ্রাম জেলা পুলিশ ও ৩১ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহায়তা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুহাম্মদ আবুল হাশেম।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ