২৪ অক্টোবর ২০২৫

সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করবে নির্বাচন কমিশন

বাংলাধারা প্রতিবেদন »  

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করলে তা দমনে কঠোর হবে কমিশন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারী দেন।

তিনি আরও বলেন, প্রার্থীদের এবং ভোটারদের চলাচল নির্বিঘ্ন করতে সীমিত আকারে যানবাহন খোলা রাখার ব্যাপারে মতামত পেয়েছি। এছাড়া অফিসগুলোকে আধাবেলা খুলে রাখার প্রস্তাবনাও এসেছে। কিন্তু এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নির্বাচন কমিশনাররা একসঙ্গে বসে আমরা বিষয়গুলো চূড়ান্ত করবো।

রফিকুল ইসলাম বলেন, প্রার্থীদের সাথে মিটিং করা যায় কিনা সেটাও চিন্তাভাবনা করা হচ্ছে। যাতে পোস্টার লাগানোর ব্যাপারে সচেতন হয়। যাতে চট্টগ্রাম শহর পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পায়। তবে যদি তারা রাজি হন।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনির হাসান, র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন