চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৬ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন জানান, মামলার তদন্তের স্বার্থে ছোট সাজ্জাদের ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় দোকানে বসে চা পান করার সময় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। কালো রঙের একটি গাড়িতে করে আসা সশস্ত্র সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালায়।
ঘটনার পর তাহসিনের বাবা চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন, যেখানে প্রধান আসামি করা হয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে।
পুলিশের তথ্য অনুযায়ী, ছোট সাজ্জাদ চট্টগ্রামে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে গত ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেন। এরপর ৩০ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সাজ্জাদের সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করে।
শনিবার (১৫ মার্চ) রাজধানী ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয় এবং আদালতে হাজির করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ড চলাকালীন তাকে হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।