২৩ অক্টোবর ২০২৫

সন্দ্বীপে অপরাধের নতুন চক্র-প্রশাসন ম্যানেজে বাড়ছে অপকর্ম

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। সমুদ্রবেষ্টিত হওয়ায় দ্বীপের প্রতি মানুষের আগ্রহ প্রবল। এখনো যাতায়ত দূর্ভোগ কাটেনি। এর মধ্যে মাথাচাড়া  দিয়ে উঠেছে বেশকিছু চক্র। মাদক, মাটিকাটা, দখল বানিজ্যসহ বেশকিছু অনিয়মের পেছনে খুঁটি হিসেবে কাজ করছে স্থানীয় বেশকিছু বিএনপি নেতা। উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এসব অনিয়ম পরিণত হয় নিয়মে।

গত ছয় মাসে চট্টগ্রাম  জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। সন্দ্বীপে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ডাকাতি, সিঁধেল চুরি, ছিনতাই, অপহরণ, চুরি, আত্মহত্যা, হত্যাকাণ্ড, ধর্ষণের ঘটনা ও জায়গাজমি-সংক্রান্ত মারামারির ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে আতংক ও উদ্বেগ বেড়েছে।

বর্তমান বিরাজমান পরিস্থিতিতে মাঠে সরব বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নির্লিপ্ততায় এবং জনস্বার্থে সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভ এবং ঘৃণার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ৩ মাস ধরে সন্দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক।  ১৫ জানুয়ারি ২০২৫ (বুধবার) সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের বিএনপির দপ্তর সম্পাদক মাইন উদ্দিন ফয়সলকে গুলি করার ঘটনা এবং মাত্র এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গত ২০ জানুয়ারি ২০২৫ (সোমবার) প্রকাশ্যে দিবালোকে গাছুয়া ইউনিয়নের বিএনপি নেতা জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার মতো মর্মান্তিক ঘটনা সন্দ্বীপের সাধারণ মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।

গত ৮ই মার্চ বাউরিয়া ইউনিয়নের হাদী গ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ধারালো চুরির আঘাতে গুরুতর আহত হয় বিএনপি কর্মী মাকসুদ, কামরুল, শিহাব, মাসুদসহ অনেকেই। হামলার নেতৃত্বে ছিলেন আবির, নাদিম, ইমাম, সোহেল, ফাহাদ, সাজিদ। হামরার নেতৃত্বের সবাই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভিকটিমদের হত্যাচেষ্টার পরেও পুলিশ মামলা নিতে তালবাহনা করে। এ ঘটনায় মামলা না নিতে পুলিশকে চাপ সৃষ্টি করে চট্টগ্রাম উত্তর জেলা  জাসাসের সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ। পরবর্তীতে মামলা হলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি সন্দ্বীপ থানা পুলিশ।

২ ফেব্রুয়ারী সারিকাইত দুর্গাচরণ ঘাট দখল নিয়ে গুলিবর্ষণের অভিযোগে উঠে এসেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের নাম, সাথে যুক্ত আছেন আরও কয়েকজন। এছাড়াও মাদক এর প্রতিবাদ করায় ছাত্রদল নেতা নিলয় ও রোবেল এর উপর হামলা করা হয়। ১৮ ফেব্রুয়ারী ধোপারহাটে  বিএনপি নেতা কাশেম মেম্বার এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এছাড়াও বিভিন্ন এলাকায় গরু চুরি, মহিষ চুরি এবং প্রকাশ্যে ও গোপনে বেপরোয়া চাঁদাবাজির ঘটনা একপ্রকার অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে। সন্দ্বীপ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার বেশিরভাগ পুরুষ (রেমিট্যান্স যোদ্ধা) প্রবাসে থাকায় পুরুষবিহীন পরিবারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতার ঝুঁকি তীব্র আকার ধারণ করেছে। ধর্মীয় উপাসনালয় মসজিদ, মন্দিরের সোলার ব্যাটারি চুরির ঘটনাও ঘটছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে সামাজিক অস্থিরতা ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। গত দুই মাসে তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত দুই মাসে বেশ কয়েকটি ইভ টিজিংয়ের ঘটনা ঘটে। লোকলজ্জার ভয়ে অনেকে আইনের আশ্রয় নিতে চায় না। উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বরর ওয়ার্ডে  শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে, সামাজিকভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।

গত ২০ আগস্ট সারিকাইতে কৃষ্ণ জলদাসের ১০ লাখ টাকার জাল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। ২৫ সেপ্টেম্বর মগধরা ছোঁয়াখালী বেড়ীবাঁধে মহিলাকে মারধর করে সন্ত্রাসীরা।

বেড়ীবাঁধের বাহিরে সরকারি খাস জায়গা থেকে দেদারছে মাটি কাটছে কয়েকটি সিন্ডিকেট। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ম্যানেজ করে এসব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত ১ ফেব্রুয়ারী সন্দ্বীপের আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দেয়ার পরও দৃশ্যমান কোন অগ্রগতি না দেখে চরম হতাশা প্রকাশ করেছে সন্দ্বীপ  অনলাইন এক্টিভিস্ট ফোরামের সদস্য সামছু উদ্দীন সামছু। তিনি বলেন, সন্দ্বীপের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানো প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হয়ে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে সন্দ্বীপে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন আমাদের মিডিয়া কর্মকর্তার সাথে কথা বলতে হবে। তবে ওই কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন অন্যান্য জায়গার তুলনায় সন্দ্বীপ অনেকটা ভালো আছে।অবুও যতটুকু পরিস্থিতির অবনতি ঘটেছে ততটুকু আমরা সমাধানের চেষ্টা করছি। বিচ্ছিন্ন যেসকল ঘটনা রয়েছে আমরা সেগুলোও সমাধানের চেষ্টায় আছি।

এএস/বাংলাধারা

আরও পড়ুন