সন্দ্বীপ প্রতিনিধি »
সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিম কোণে বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে ৩ জেলে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিম কোণে বঙ্গোপসাগরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিম কোণে সারিকাইত ১নং ওয়ার্ড সদার হাট ঘাট (দূর্গচরণ খাল) এলাকা হতে গতরাতে মাছ ধরার উদ্দেশে ৩ জেলে যথাক্রমে মনতোষ, সাদু ও জহরলাল জলদাসসহ একটি নৌকা যায় সাগরে। এরপর মধ্যরাত নাগাদ শুরু হয় দমকা হাওয়া। সকালে স্থানীয় বাসিন্দারা জেলে নৌকাটিকে উপকূলে ভাসমান অবস্থায় দেখতে পেলেও কিন্তু নৌকায় ছিলোনা ৩ জেলে।
নিখোঁজ জেলেদের প্রত্যেকেই স্থানীয় জেলেপাড়া, ১নং ওয়ার্ড, সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।
যোগাযোগ করা হলে সন্দ্বীপ উপজেলা প্রশাসন বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদোর্শী সম্ভোধী চাকমা জানান, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ গিয়ে ভাসমান নৌকাটি উদ্ধার করেন এবং নিখোঁজ ৩ জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন কোস্টগার্ড সদস্যরা কিন্তু আজ সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জেলেদের কোন খোঁজ পাওয়া যায়নি, কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













