সন্দ্বীপ প্রতিনিধি »
‘একুশ শুধু নয়তো একুশ-এ তো শোকের মালা,
আছে মায়ের চোখের পানি,বোনের বুকের জালা
একুশ আমায় দেয় বুঝিয়ে বাংলা আমার ভাষা,
এরই মাঝে বাঁচা-মরা,সপ্ন এতেই ঠাসা।’
অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো দ্বীপ উপজেলা সন্দ্বীপে।
ভোরে প্রভাতফেরীর র্যালি, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন, আলোচনা সভা ও দিনব্যাপী একুশের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সন্দ্বীপে পালিত হলো একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসের শুরুতে ভোরে প্রভাতফেরীর র্যালি করেছেন সন্দ্বীপ উপজেলা প্রশাসন, এতে র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধোর্শী সম্ভোধী চাকমা, সাংসদ মাহফুজুর রহমান মিতা ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ। যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার রফিকুল ইসলাম’র (চেয়ারম্যান) নেতৃত্বে র্যালি করেন সন্দ্বীপের মুক্তিযোদ্ধারা।
এছাড়া সন্দ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী আধাসরকারী প্রতিষ্ঠান ব্যাংক বীমা প্রতিষ্ঠান, আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগ-শ্রমিকলীগ-কৃষকলীগ-তাঁতীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। হাতিয়ার৭১-মুক্তিযুদ্ধ মঞ্চ-খেয়া সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রভাতফেরীর র্যালি ও সন্দ্বীপ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে ১৯৫২’র একুশে ফেব্রুয়ারী ভাষার জন্য আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা কমপ্লেক্সেস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শাহজাহান বিএ’র সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম’র (চেয়ারম্যান) সভাপতিত্বে উপজেলা কমান্ড’র কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধারা এক আলোচনার সভার আয়োজন করেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভার আয়োজন করেন।
বাংলাধারা/এফএস/টিএম













