চট্টগ্রামের সন্দ্বীপে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরও একজন আসামি পালিয়ে যায়।
রবিবার (৭ এপ্রিল) মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মতিয়া বোর্ডের রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সন্দ্বীপ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— সাইফুল ইসলাম ওরফে কামরুল (৪০), পিতা: মৃত মাখু মিয়া, মাতা: সাফিয়া খাতুন এবং জোহরা বেগম (৪০), স্বামী: মোঃ আবু তাহের। তারা উভয়ে একই এলাকার বাসিন্দা। অভিযানে তাদের হেফাজত থেকে পলিথিনে মোড়ানো ৬০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী আবু তাহের (৪৫), পিতা: মৃত সোলেমান, মাতা: মৃত নছুয়া বেগম, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলেই ইয়াবা ফেলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এআরই/বাংলাধারা