১০ ডিসেম্বর ২০২৫

সন্দ্বীপে প্রথম করোনা রোগী শনাক্ত, এলাকাজুড়ে আতঙ্ক

সন্দ্বীপ প্রতিনিধি »

দ্বীপ উপজেলা সন্দ্বীপে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে এক ব্যক্তির। আক্রান্ত ব্যক্তি সন্দ্বীপ গাছুয়া ৩নং ওয়ার্ডস্থ খান সাহেবের বাড়ির বাসিন্দা।

শনিবার (২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম এবং সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম বাংলাধারাকে বলেন, সন্দ্বীপে এই প্রথম একজনের শরীরে করোনা বা কোভিড-১৯ সনাক্ত হয়েছে। গত ২৫ মে তার নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়। চট্টগ্রাম ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর রিপোর্ট অনুসারে তিনি কোভিড-১৯ পজিটিভ।

আক্রান্ত ব্যক্তির বয়স ২৪ বছর এবং রাতেই তাকে আইসোলেশন বেডে নেয়া হয়েছে।

এদিকে আক্রান্ত ব্যক্তি বাংলাধারাকে জানান, তিনি গত ৫ মাসের অধিক সময় ধরে সন্দ্বীপের বাইরে যাতায়াত করেননি এবং লকডাউন ঘোষণার পর হতে গ্রামের বাইরেও যাননি।

তিনি বলেন, ঠাণ্ডা পানি পান করার কারণে সামান্য গলাব্যাথা ছিলো এবং গত ৮/৯ দিন আগে নমুনা সংগ্রহ করতে স্বাস্থ্য বিভাগের গাড়ি আসলে নিজ থেকেই নমুনা দিয়ে আসি। এখন গালাব্যথা নেই, আমি সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ অথচ হঠাৎ এতোদিন পর বলা হচ্ছে আমি করোনা পজিটিভ!

অপরদিকে করোনা প্রকোপ বাড়লেও এই দ্বীপ উপজেলাজুড়ে সামাজিক সুরক্ষা বা স্বাস্থ্য বিধি মেনে চলার কোনরকম বালায় ছিলোনা, চলছিলো ঢিলেঢালাভাবে! পাশাপাশি কোন করোনা পজিটিভ না থাকায় ছিলো স্বস্তি। সন্দ্বীপে করোনায় আক্রান্ত ব্যক্তি এমন খবরে আতংক দেখা দিয়েছে দ্বীপজুড়ে।

সনাক্ত ব্যক্তির এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে রি-কনফার্ম করা হবে বলে বাংলাধারাকে জানান চট্টগ্রাম সিভিল সার্জন কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন