চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করল ফেরি ‘কপোতাক্ষ’। আজ বুধবার (১৯ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে রওনা হয়ে ফেরিটি ২টা ৫০ মিনিটে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে পৌঁছায়।
বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, আগামী ২৪ মার্চ থেকে এই রুটে নিয়মিত ফেরি চলাচল শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পরীক্ষামূলক চলাচলের সময় ফেরিতে একটি গাড়ি নিয়ে নৌপথ পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (বন্দর ও পরিবহন) মো. কামরুজ্জামান। তিনি জানান, ১ ঘণ্টা ১৫ মিনিটে সমুদ্র পাড়ি দিয়ে ফেরিটি গন্তব্যে পৌঁছেছে।
প্রথমে ৫ মার্চ ফেরি সার্ভিস চালুর পরিকল্পনা থাকলেও অবকাঠামোগত কিছু জটিলতার কারণে তা পিছিয়ে যায়। তবে এখন সব সমস্যা সমাধান হয়েছে এবং নির্ধারিত সময়েই (২৪ মার্চ) নিয়মিত চলাচল শুরু হবে।
আরও একটি ফেরি নির্মাণাধীন রয়েছে, যা পরবর্তীতে এই রুটে যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
এদিকে ফেরির আগমনের খবরে গুপ্তছড়া ফেরিঘাটে শতাধিক মানুষ ভিড় জমায়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই নৌপথ চালুর খবরে সন্দ্বীপবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এআরই/বাংলাধারা/সন্দ্বীপ