বাংলাধারা ডেস্ক »
সন্দ্বীপে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেল বর। এতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বাউরিয়া ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান কুচিয়ামোড়া এলাকায় গিয়ে বিয়েটি বন্ধ করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান জানান, বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা-মাকে এলাকাবাসীর উপস্থিতিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিয়ের কনে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর মা-বাবা জম্মসনদ নকল করে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল।
বাংলাধারা/এফএস/এআই













