বিশ্বের বুকে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং সহিশুদ্ধ ভাবে কুরআন তেলোয়াত শিখানোর লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা।
শনিবার(২৫ জানুয়ারী) উপজেলার সাউথ সন্দ্বীপ হাই স্কুল ময়দানে ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশন এর আয়োজনে এবং মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের পৃষ্ঠাপোষকতায় জমকালো আয়োজনে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় সন্দ্বীপ বিভিন্ন কওমী মাদ্রাসা থেকে ২পর্বে মোট ৭৩জন হাফেজগণ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন , আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামীম আল্লামা আবু তাহের নদভী।
বাদ ফজর থেকে শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হয় বিজয়ীদের পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মাওলানা আব্দুর রহমান সাইমের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকবাল হায়দার। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আকরাম সাদি ও মাওলানা আব্দুর রহমান সাইম সহ অনেকেই।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হায়দার বলেন, বিশ্বব্যাপি কুরআনের আলো ছড়িয়ে দিতে এটি একটি প্রশংসিত উদ্যেগ। আমি সবসময় এধরণের কার্যক্রমের সাথে থাকতে চাই। আশা করছি এই আয়োজন ধারাবাহিকভাবে চলমান থাকবে।
প্রতিযোগতিায় বিজয়ীদের নগদ অর্থ , ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।