৩০ অক্টোবর ২০২৫

সন্দ্বীপে স্পিডবোট ডুবে শিশুর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ২০ যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে ৮টার দিকে কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে একটি স্পিডবোট ডুবে যায়। বোটে ২০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে, একজন ছিল মৃত। এছাড়া আরও এক শিশু নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের সহকারী পরিচালক নয়ন শীল গণমাধ্যমকে বলেন, একটি স্পিডবোট ডুবে কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পেয়েছি। আমাদের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে।

আরও পড়ুন