৩১ অক্টোবর ২০২৫

সন্ধ্যায় বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টি

বাংলাধারা ডেস্ক »

প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফর করছে বাংলাদেশ জাতীয় দল। এই সফরে রয়েছে ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ দুটি রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়। শুধু তাই নয়, দু’দল খেলবে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ-ভারত। সন্ধ্যা ৭.৩০ মিনিট মাঠে গড়াবে ম্যাচটি।

এই আসরের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন