২৪ অক্টোবর ২০২৫

সব কিছুতেই অভিযোগ করা বিএনপির স্বভাব : রেজাউল

বাংলাধারা প্রতিবেদন »

সব কিছুতেই অভিযোগ করা বিএনপির স্বভাব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

রোববার (১ মার্চ) সকালে মনোনয়ন ফরম বৈধতা ঘোষণার পর বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রেজাউল।

বিরোধী দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। চসিক নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের এমন অভিযোগের প্রেক্ষিতে রেজাউল করিম বলেন, বিএনপির স্বভাব শুধু সরকারের সব বিষয়ে অভিযোগ করা। আচরণবিধি লঙ্ঘন করার মতো কাজ আমরা করিনি।  আমরা নির্বাচনের সব বিধি-নিষেধ মেনে চলছি।

ভোটকেন্দ্রে অবৈধদের প্রবেশ বন্ধ করার বিষয়ে বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ভোটকেন্দ্রে সবাই থাকবে তবে কোন দলগতভাবে নয়। সর্বস্তরের মানুষ যারা সিটি করপোরেশনের ভোটার, তারাই কেন্দ্রে যাবেন।

এর আগে রোববার (১ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ৯জন মেয়র প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

তারা হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্টের আল্লামা এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ,  ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন