২৪ অক্টোবর ২০২৫

সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৩২৮৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  »

ভারতে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক ৩২৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির সরকারি হিসাব অনুযায়ী করোনায় মৃত্যু দুই লাখ ছাড়াল। সংক্রমণের শুরু থেকে এই প্রথম তিন হাজারের বেশি দৈনিক মৃত্যুর ঘটনা ঘটল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।

সপ্তম দিনের মতো ভারতে তিন লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে তিন লাখ ৬২ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

দেশটির রাজধানী দিল্লিতে মঙ্গলবার ২৪ হাজার ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। করোনা রোগীর চাপে একেবারে দিশেহারা হয়ে পড়েছে দিল্লির হাসপাতালগুলো।

ভারতের সরকারি হিসাব অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত করোনায় মৃত্যু সংখ্যা দুই লাখ এক হাজার ১১৬ জনে ঠেকেছে। এটি পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে বেশি পাঁচ লাখ ৭২ হাজার, ব্রাজিলে দ্বিতীয় সর্বাধিক তিন লাখ ৯২ হাজার এবং চতুর্থ মেক্সিকোতে দুই লাখ ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর নিচে করোনায় এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া ও ফ্রান্সে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন