৮ ডিসেম্বর ২০২৫

সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল

বাংলাধারা ডেস্ক »

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

পাঁচটি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় না আসায় চারটি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় ইউজিসি। নতুন পদ্ধতিতে অনলাইনে আবেদনের পর পরীক্ষার্থীদের ছয়টি পরীক্ষায় অংশ নিতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল এবং সাধারণ- এ চারটি শাখায় আলাদা পরীক্ষা হবে জানিয়েছে ইউজিসি। মার্চের প্রথম সপ্তাহে আবারও বৈঠক করে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, এখন থেকে গুচ্ছ পদ্ধতিতে চারটি ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। এতে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় অংশ গ্রহণ করবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয় বলে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে পরীক্ষা দিতে হয়।

একই বিষয়ে ভর্তি হওয়ার পরীক্ষা দিতে তাদের ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ভিন্ন ধরনের প্রস্তুতি নিতে হয়। আবার এক দিনে একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার তারিখ পড়লে শিক্ষার্থীকে যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে হয়।

শিক্ষার্থীদের দুর্ভোগ ও অভিভাবকদের ব্যয় লাঘবের লক্ষ্যে গত কয়েক বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি একটি পরীক্ষার মাধ্যমে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা চালিয়ে আসছিলো।

এর পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি সব উপাচার্যের সঙ্গে বৈঠক করেই ইউজিসি এবার থেকেই সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। তবে বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্তে রাজি হয়নি।

বর্তমানে দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া, সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম চলছে। মেডিকেল কলেজেও সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন