২৮ অক্টোবর ২০২৫

সময়মত ব্যবস্থা নেওয়ায় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

করোনাভাইরাস প্রতিরোধে সময়মত ব্যবস্থা নেওয়ায় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যথাযথ ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে সময়মত ও যথাযথ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছর ডিসেম্বরের শেষে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পরপরই আমরা এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেই। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) যৌথভাবে কাজ শুরু করে। আইইডিসিআর এ কন্ট্রোল রুম খোলা হয় এবং রোগটি মোকাবিলায় প্রস্তুতি শুরু করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৃথক পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রভাবে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় নতুনটি ৪টিসহ মোট ৫টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এসব প্রণোদনা প্যাকেজে প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা দেবে সরকার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন