২৩ অক্টোবর ২০২৫

সমাবর্তনের জন্য প্রস্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অংশ নিচ্ছেন ২২ হাজারের বেশি গ্র্যাজুয়েট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের ৫ম সমাবর্তনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১৪ মে (বুধবার) অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নেবেন প্রায় ২২ হাজার ৫৮৬ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী।

এই উপলক্ষে আজ সোমবার নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার।

সার্টিফিকেট প্রদানই প্রধান অনুষঙ্গ

সমাবর্তনের মূল বিষয় হচ্ছে সনদ প্রদান। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সার্টিফিকেট প্রস্তুতের কাজ সম্পন্ন করেছে এবং বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে তা পাঠানো হচ্ছে। শিক্ষার্থীদের জন্য গাউন ও কনভোকেশন টুপি বিতরণও চলছে।

‘ডি.লিট’ পাচ্ছেন নোবেল বিজয়ী ড. ইউনূস

এ সমাবর্তনে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-কে ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূর জাহান বেগম এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ।

সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা

সমাবর্তন উপলক্ষে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ১০০টি বড় বাস চালু থাকবে এবং বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা থাকবে। ক্যাম্পাসে সাধারণ যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অংশগ্রহণকারীদের আইডি কার্ড এবং কনভোকেশন কার্ড বাধ্যতামূলক।গাউন সংগ্রহ করা যাবে ১২ ও ১৩ মে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত এবং ১৪ মে সকাল ৭টা থেকে।যাদের রেজিস্ট্রেশন কার্ড নেই, তাদের ৩০০ টাকার পে-অর্ডার গাউন নেওয়ার সময় জমা দিতে হবে।

সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে খাবার ও গিফট আইটেম। উপহার হিসেবে থাকবে ব্যাগ, কলম, স্মরণিকা, ব্যাজ, পিন, ওয়ালেট প্রভৃতি। অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে এবং ক্যাম্পাসে ৪টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিসংখ্যান

পিএইচডি ডিগ্রি: ৪২ জন,এম.ফিল ডিগ্রি: ৩৩ জন, স্নাতক ও স্নাতকোত্তর: ২২,৫৮৬ জন,কলা ও মানববিদ্যা: ৪,৯৮৮,বিজ্ঞান: ২,৭৬৬,ব্যবসায় প্রশাসন: ৪,৫৬৩,সমাজ বিজ্ঞান: ৪,১৫৮,জীববিদ্যা: ১,৬৮৫,ইঞ্জিনিয়ারিং: ৭৯৬,আইন: ৭০৩,শিক্ষা: ৩১৭,মেরিন সায়েন্স: ২৮৪, চিকিৎসা: ২,২৯৬

প্রসঙ্গত ,১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১০টি অনুষদের অধীনে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট এবং ৫টি গবেষণা কেন্দ্র রয়েছে। এখানে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ২৮ হাজার ৫১৫ এবং শিক্ষক ৯৯৬ জন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন