৬ নভেম্বর ২০২৫

সমাবেশের নামে গণহারে বাস রিকুইজিশন—চার জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাংলাধারা ডেস্ক »

সমাবেশের নামে গণহারে বাস রিকুইজিশন করে পর্যাপ্ত পরিমাণ খরচ না দিয়ে বেশি সময় ব্যবহার এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের করার প্রতিবাদে উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক-মালিকরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে  হাটহাজারী বাসস্ট্যান্ডে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা মনজুর আলম মঞ্জু।

এর আগে সকাল থেকে চট্টগ্রাম উত্তর জেলা-খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান সড়কে কোনো গণপরিবহন চলতে দেয়নি শ্রমিকরা। এতে এ রুটের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আশাকরি এখন থেকে রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ