আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৫ পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য “EXERCISE AMAN-2025” এ অংশগ্রহণের জন্য আজ বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম নেভাল জেটি ত্যাগ করেছে।
জাহাজটি ত্যাগের সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশন করে আনুষ্ঠানিকভাবে জাহাজকে বিদায় জানায়। বিদায়ী অনুষ্ঠানে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী নাবিক ও কর্মকর্তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং জাহাজের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
“EXERCISE AMAN-2025” এ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও সামরিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। ‘বানৌজা সমুদ্র জয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী এবং ২৭৪ জন নৌ সদস্য এ মহড়ায় অংশ নেবেন।
বাংলাদেশ নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক সমুদ্র নিরাপত্তা জোরদার করতে নিয়মিতভাবে আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ ও যৌথ অভিযান পরিচালনা করে আসছে। “EXERCISE AMAN-2025”-এ অংশগ্রহণের পাশাপাশি ‘বানৌজা সমুদ্র জয়’ শ্রীলংকার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে।
এর আগে, ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করে দক্ষতা প্রদর্শন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। এ সফরের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং নৌ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নেও ভূমিকা রাখবে।