বাংলাধারা প্রতিবেদন »
জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে সমুদ্র তীরবর্তী এলাকা কাট্টলীর জেলেপাড়া থেকে ২৫০ পরিবারকে নিরাপদ আশ্রয় স্থলে সরিয়ে নেওয়ার জন্য অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল মো. তৌহিদুল ইসলাম।
এছাড়া পতেঙ্গা সার্কেলাধীন ৩৯নং ওয়ার্ডের জেলে পল্লী এলাকার বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে চলে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













