বাংলাধারা প্রতিবেদন »
আত্মপ্রকাশ ঘটলো সম্পাদনা বিষয়ক প্রতিষ্ঠান এডিটর এর। প্রীতি সম্মেলন ও কবিতা পাঠের মধ্যদিয়ে উদ্বোধন হলো এ মহতী উদ্যোগের।
নগরীর ও আর নিজাম রোড এলাকার সামসাদ ভবনে এডিটর এর কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও খড়িমাটি সম্পাদক মনিরুল মনির।
শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কবি এজাজ ইউসুফী, কবি স্বপন দত্ত, প্রকৌশলী প্রকাশ ঘোষ, কনফিডেন্স সিমেন্ট এর এমডি মো. জহির উদ্দিন এবং শিল্পী করবী দাশ।
শিল্প-সাহিত্য ও সৃজনশীলতা চর্চার ক্ষেত্রে এডিটর নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে নান্দনিকতার অনুশীলনে নিজেদের আন্তরিক নিবেদনের প্রত্যয় ব্যক্ত করেন। এডিটর এর যাত্রাপথে সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেন কথাসাহিত্যিক রথীন্দ্র প্রসাদ দত্ত ও উপস্থিত সকলে।
কবিতাপাঠ পর্বটি প্রাণবন্ত হয়ে উঠে কবিকণ্ঠে কবিতার উচ্চারণে। স্বরচিত কবিতাপাঠ করেন কবি রিজোয়ান মাহমুদ, খালিদ আহসান, হোসাইন কবির, খালেদ হামিদী, আশিষ সেন, জিন্নাহ চৌধুরী, শুক্লা ইফতেখার, ফারহানা আনন্দময়ী, ইউসুফ মুহম্মদ, আবসার হাবীব, স. ম. বখতিয়ার, আকতার হোসাইন, আখতারী ইসলাম, বিজন মজুমদার, অনুপমা অপরাজিতা, চৌধুরী শাহজাহান, মশিউর রহমান আদনান, পুলক পাল, রুহু রুহেল, তাপস চক্রবর্তী, রুহুল কাদের, মোজাম্মেল মাহমুদ ও সুমন হায়াত।
নাট্যজন শুভ্রা বিশ্বাস, বাচিকশিল্পী মিশফাক রাসেল ও মিতাশা মাহরীণ এর আবৃত্তি সবার মন কাড়ে। সাহিত্য আড্ডা ও চা-চক্র সহযোগে সমাপন হয় এই আনন্দ আয়োজন।
বাংলাধারা/এফএস/টিএম













