”একটি গাছ মানে একটি প্রাণ, একটি আশ্রয়, একটি শ্বাস” এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারা উপজেলা ভিত্তিক সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রতির বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ আগস্ট) সকালে উপজেলার চাতরী চৌমুহনী সংলগ্ন টানেল মোড় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কার্যক্রমে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা পৌঁছে দেওয়া হয়।
উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে গাছ লাগানো ও পরিচর্যায় উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক তরিকুল মনির মুহিন, সহ-পরিচালক ইকবাল হোসেন ইমরান, সভাপতি হাফেজ আবু সালেহ রায়হান, সিনিয়র সহ-সভাপতি এম. আবু সালাম, সাধারণ সম্পাদক ইফতাকুল হক মোরশেদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মো. ইমরান, শহিদুল ইসলাম আবির, সাব্বির, ফয়সাল এবং মহিলা সদস্য জান্নাতুল কাউসার তৃসা, জিসা, ইশফিতা হাসনাত প্রমুখ।