৮ ডিসেম্বর ২০২৫

সরই আ’লীগ নেতা আবদুল রহিমের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

লামা প্রতিনিধি » 

লামা উপজেলার সরই ইউনিয়নের হাছনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির কার্যকরী সদস্য আবদুল রহিমের ব্যক্তি উদ্যোগে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের ৪শত শিক্ষার্থীর হাতে খাতা ও কলম তুলে দেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুল রহিম। এসময় আরো উপস্থিত ছিলেন, সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক আলী সহ স্কুলের অন্যান্য শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা।

ইউপি চেয়ারম্যান ফরিদ উল আলম ও প্রধান শিক্ষক মো. মোবারক আলী আবদুল রহিমের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মানুষের জন্য কল্যাণকর প্রতিটি কাজই শুভ। প্রত্যাশা করছি আবদুল রহিম আগামীতেও আরো মানবকল্যাণে কাজে অংশ নেবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন