২৯ অক্টোবর ২০২৫

সরকারকে এক লাখ মাস্ক দিবে বিজিএমইএ

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস প্রতিরোধে সরকারকে ১ লাখ পিছ মাস্ক দেওয়ার কথা জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

কারখানার মালিকরা পর্যাপ্ত মাস্ক তৈরি করে বিভিন্ন স্থানে বিনামূল্যে সরবরাহ করছে বলেও জানান তিনি। একইসঙ্গে ডাক্তারদের গাউন তৈরিতেও বিজিএমইএর সহায়তা অবহ্যাত আছে বলেও জানান তিনি।

রবিবার (২৩ মার্চ) সকালে তিনি এ সব তথ্য জানান।

প্রসঙ্গত করোনা থেকে সুরক্ষা পেতে চিকিৎসক ও নার্সদের জন্য স্বাস্থ্য সরঞ্জাম পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বানাচ্ছেন বিশ্ববিখ্যাত পোশাক শিল্প প্রতিষ্ঠান ‘মার্কস অ্যান্ড স্পেন্সার’-এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক ও তার দল। চার লাখ সরঞ্জাম বানাচ্ছে তার দল। এই উদ্যোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিজিএমই সভাপতি রুবানা হক বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী মাস্ক ও পিপিআই তৈরিতে বিজিএমইএ সর্বাত্মক সহায়তা করছে। কারখানাগুলো মাস্ক তৈরি করছে এবং প্রতিনিয়ত বিনামূল্যে সরবরাহ করে যাচ্ছে। কিছু কিছু কারখানার মালিকেরা নিজের ফ্যাক্টরি তো বটেই, নিজ নিজ গ্রামেও মাস্ক বিতরণ করছেন। আমরা আমাদের পুলিশ বাহিনীকে কিছু কিছু মাস্ক দিচ্ছি। যেখানে যার যতো মাস্ক প্রয়োজন আমাদের জানাবেন, আমরা তা সরবরাহ করব। আমরা সরকারকে ১ লাখ মাস্ক দিচ্ছি।’

তিনি বলেন, ‘এরইমধ্যে স্বপ্না ও মার্কস অ্যান্ড স্পেন্সার ডাক্তারদের গাউন বা পিপিআই তৈরি করছে। তিনিও আমাদের এই সুযোগ দিচ্ছেন। এই ফ্যাব্রিকটি খুবই বিশেষ ধরনের। যে ফ্যাক্টরি এ ধরনের ফ্যাব্রিক পাবে সেই পিপিআই তৈরি করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে কিছু কারখানা পানি প্রতিরোধক ফ্যাব্রিক দিয়ে এ ধরনের গাউন তৈরি করছে, হয়ত নিখুঁত হবে না; কিন্তু কিছুটা সুরক্ষা দেবে।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন