বাংলাধারা প্রতিবেদন »
নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেছেন, ‘আমরা হাসপাতালের বিরুদ্ধে নই, চট্টগ্রামে আরো হাসপাতাল দরকার, তবে আমরা চাই সিআরবিতে না হয়ে অন্য কোন জায়গায় হোক। চট্টগ্রামে হাসপাতাল করার জন্য আরো অনেক জায়গা আছে। সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে সংবেদনশীল একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যিনি সিআরবি রক্ষার এ আন্দোলনকে সমর্থন করেন না। হাসপাতালের নামে ব্যবসা প্রতিষ্ঠান বানানোর চেষ্টা যারা করছেন তারা ভুল করছেন। এ সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করতে হবে। যতদিন প্রকল্প বাতিলের ঘোষণা না হবে ততদিন আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী চট্টগ্রাম নিয়ে ভাবেন। নিশ্চয় উনার কাছে এতদিনে এ বার্তা পৌঁছে গেছে। আশা করি তিনি সঠিক সিদ্ধান্ত দিবেন।’
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল তিনটায় নগরীর ৫ নং মোহরা ওয়ার্ডের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও মোরশেদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, যুবলীগ নেতা-কফিলউদ্দীন, তসলিম উদ্দিন, জসীমউদ্দিন, বখতেয়ার, মো. শফি, মোহরা কর্মজীবী মহিলা লীগ নেত্রী লাকী আকতার, যুবলীগ নেতা আবছার খান, স্বেছাসেবক লীগ নেতা মো. হোসেন, মো. ফারুক, ছাত্রলীগ নেতা সাকিব, সাইফুল ইসলাম।
বাংলাধারা/এফএস/এআই













