বাংলাধারা প্রতিবেদন »
নগরীকে তামাকমুক্ত গড়ে তুলতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা জরুরি। তাই নগরীর সকল সরকারি অফিসকে তামাকমুক্ত রাখতে সাইনেজ প্রদর্শন ও ফোকাল পার্সন মনোনিত করার জন্য চিঠি ইস্যু শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)। কিছুদিনের মধ্যে অফিস প্রধানদের কাছে এই চিঠি পৌঁছে দেয়া হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে ওয়ার্কিং কমিটির সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এই কথা বলেন।
চসিক সিইও বলেন, তরুণ প্রজন্মকে তামাকের হাত থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠানে তামাকবিরোধী ক্যাম্পেইন পরিচালনা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। এছাড়া তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানে ধূমপানমুক্ত সাইনেজ নিশ্চিত করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন ইতিমধ্যে সকল সরকারি অফিসকে তামাকমুক্ত রাখতে সাইনেজ প্রদর্শন ও ফোকাল পার্সন মনোনিত করার জন্য চিঠি ইস্যু ও প্রদান করা শুরু করেছে।
ওয়ার্কিং কমিটির সদস্য সচিব ইপসার উপ পরিচালক নাছিম বানুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিট্রেট আফিয়া আখতার। এছাড়া এতে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ নগরীর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













