১১ ডিসেম্বর ২০২৫

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি যুক্তিযুক্ত নয়’

বাংলাধারা প্রতিবেদন »

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন সবার জন্ম নিবন্ধন করা হয়।

ধরে নেই, দেরিতে হলেও, ছেলে-মেয়েরা ১৬ বছর বয়সে এসএসসি, ১৮ বছরে এইচএসসি, সেহিসেবে ২৩ বছর বয়সে মার্স্টাস পাশ করার কথা। ৩৫তম বিসিএস-এর পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২৩ থেকে ২৫ বছর বয়সী যারা, বিসিএস পরীক্ষায় অংশ নেয় তাদের পাশের হার ৪০.৭ ভাগ, ২৫ থেকে ২৭ বছর বয়সীদের পাশের হার ৩০.২৯ ভাগ, ২৭ থেকে ২৯ বছর বয়সীদের পাশের হার ১৩.১৭ ভাগ।

আর ২৯ বছরের বেশিদের পাশের হার মাত্র ৩.৪৫ ভাগ। সংবাদ সম্মেলনে একইভাবে ৩৬ ও ৩৭তম বিসিএসের উদাহর তুলে ধরে শেখ হাসিনা বলেন, কাজ করবার সময় থাকে, এনার্জি থাকে। তাদের জন্য আমার কিছু বলার নাই। তিনি আরো বলেন, এই আন্দোলনে কেউ প্রেরণা দিচ্ছে, কিন্তু তার পরিণতি কি দাঁড়াবে আমি জানি না।

আরও পড়ুন