দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি খাস জায়গা পরিমাপ করতে গিয়ে অবৈধ দখলদারদের হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। গত মঙ্গলবার বিকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা মনতার টেক এলাকায় ঘটনা ঘটে। এসময় আহত হন তুলাতুলী তহসিল অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আবুল কাশেম ও অফিস সহায়ক মোঃ আরিফুর রহমান। এ ঘটনায় আবু তৈয়বসহ পাঁচজনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ঘটনায় জড়িত রিফুল জান্নাত নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মোঃ আবুল কাশেম বলেন, উত্তর কাঞ্চনা এলাকায় মঙ্গলবার বিকালে ১ একর ৮৪ শতক সরকারি খাস জায়গা পরিমাপ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়বসহ অবৈধ দখলদাররা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমিসহ ভূমি কর্মকর্তা আহত হয়। ঘটনার পেয়ে পরে পুলিশ এসে সেখান থেকে আমাদেরকে উদ্ধার করে।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, গত মঙ্গলবার বিকালে কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা মনতার টেক এলাকায় সরকারি খাস জায়গা উদ্ধারের জন্য অফিসের কর্মকর্তারা পরিমাপ করতে যায়। এসময় অবৈধভাবে দখলে থাকা লোকজন লাঠিসোটা নিয়ে ঐ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তৈয়বের নেতৃত্বে বেশ কিছু নারী পুরুষ মিলে তাদের উপর হামলা করে। এতে ভুমি অফিসের কর্মকর্তারা আহত হন। এ ঘটনায় আবু তৈয়বসহ পাঁচজনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ঘটনায় জড়িত রিফুল জান্নাত নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।













