১ নভেম্বর ২০২৫

সরকারি দায়িত্ব পালনে সততার সাথে কাজ করতে হবে: মমিনুর রহমান

রাঙ্গুনিয়া প্রতিনিধি  »

চট্টগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারি বিভিন্ন দায়িত্বে আপনারা যারা রয়েছেন আপনাদের কাজে অবশ্যই সততা থাকতে হবে। শতভাগ সততাই পারে কাজে শতভাগ সফলতা।

রবিবার (১৭ জানুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব বলেন তিনি।

মমিনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪১ সালে মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র্র হিসাবে পরিণত হতে যাচ্ছে, তাই যে গতিতে দেশ এগিয়ে যাচ্ছে তা জন্য ভালো কাজের কোন বিকল্প নেই। প্রতিটি কাজের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রাখতে হবে। সঠিক সময়ে অফিস করতে হবে। বর্তমান সময়ে প্রধানমন্ত্রী যে ভাবে মানুষকে সেবা প্রদান সহ নানা ধরনের কাজের দ্বারা মানুষের কাছে সেবা পৌছে দিচ্ছেন, ঠিক আমাদের কাজের দ্বারা মানুষকে ঠিক সেই ভাবে সেবা প্রদান করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

এতে আরও বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস, মুহাম্মদ নিজাম উদ্দীন, প্রবীর কুমার চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সুফী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, পল্লী বিদ্যুৎতের এজিএম জুয়েল দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম প্রমুখ।

এদিকে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চট্টগ্রাম জেলা প্রশাসক প্রথমে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের নবনির্মিত ঘর পরিদর্শন করেন, কাজের খোঁজ খবর নেয়। সঠিক সময়ে কাজ শেষে করে ভূমিহীন ও গৃহহীন দের কাছে হস্তান্তর করার জন্য বলেন। তিনি কাজের অগ্রগতি দেখে প্রশংসা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন