বাংলাধারা প্রতিবেদন »
সরকারি নির্দেশনা ছাড়া শুধু মাত্র নিজেদের মধ্যে আলোচনা করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করা হয়েছে।
যার ফলে প্রতিদিন উক্ত হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।
চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অন্য হাসপাতালে।
তবে চালু রয়েছে ভবনের দোতলায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও তিন তলায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম। মূলত হাসপাতালের একই অংশে নমুনা পরীক্ষা ও ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড়ের কারণে কতৃর্পক্ষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন (আরএমও) ডা. আহমেদ তানজিমুল ইসলাম।
তিনি বলেন, লকডাউনের প্রথম (৫ এপ্রিল) দিনটি থেকেই বহির্বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। হাসপাতালের একই ভবনে যেহেতু বহির্বিভাগে সাধারণ রোগীরা ডাক্তার দেখাতে আসেন, আবার করোনা টেস্ট করতে আসা লোকজনও একই পথ দিয়ে হাসপাতালের দুই ও তিনতলায় আসা-যাওয়া করছেন, তাই দুটো বিভাগ আলাদা না করা পর্যন্ত আপাতত আমরা বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছি।
বাংলাধারা/এফএস/এআই













