বাংলাধারা প্রতিবেদন »
সরকারের বিধি-নিষেধ অমান্য করে বাসায় থেকে টিকা গ্রহণ করার অভিযোগে মো. হাসানসহ আরও একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৮ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানার জাকির হোসেন রোড বাই লেইনের একটি বাসা থেকে আটক করা হয় টিকা গ্রহীতা হাসানকে।
এর আগে ওই টিকা গ্রহীতা টিকা গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলী সিটিজি নামের একজনকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
বিষয়টি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও স্বাস্থ্যবিভাগের নজরে আসলে রবিবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় হাসানকে। যদিও হাসান নিজেই রবিবার তার আইডি থেকে সেই পোস্ট সরিয়ে নেয়।
খুলশী থানা পুলিশ জানায়, সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট টিকা কেন্দ্রের বাইরে গিয়ে বাসাবাড়ি কিংবা অন্য কোনো স্থানে টিকা নেয়া সম্পূর্ণ অবৈধ। এরপরও মো. হাসান কিভাবে বাসায় বসে টিকা গ্রহণ করলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কোথায় থেকে এলো এই টিকা?
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘টিকা গ্রহীতা হাসানসহ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এর সাথে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।’
বাংলাধারা/এফএস/এআই













