৩১ অক্টোবর ২০২৫

সরকারী ও অনুমোদনহীন ঔষধ জব্দ, ফার্মেসী বন্ধ করল প্রশাসন

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ঔষধ ও ভারতীয় অনুমোদনহীন যৌন উত্তেজিত ঔষধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এ ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন বাংলাধারাকে বলেন, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় অবস্থিত আকমল শাহ ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ঔষধ ও ভারতীয় অনুমোদনহীন যৌন উত্তেজিত ঔষধ জব্দ করি।

তিনি আরো বলেন, অভিযানের খবর পেয়ে মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে মালিক কে আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হবে। দোকান বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন