বাংলাধারা ডেস্ক »
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নতুন কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা আবারও দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে নব গঠিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এ কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন, পদাধিকার বলে সম্পাদক পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কান্তি ধর, দাতা সদস্য পদে সরফভাটা ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, সাধারণ অভিভাবক সদস্য পদে মো. আব্দুল জব্বার, মো. সেলিম, মো. শাহ আলম, মো. হাছান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নাছরিন আক্তার, সাধারণ শিক্ষক সদস্য পদে রঞ্জিত কুমার নাথ, এম. কফিল উদ্দিন চৌধুরী, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে আমেনা বেগম।
১১সদস্য বিশিষ্ট ঘোষিত এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। আগামী ১ মাসের মধ্যে প্রথম সভা করে আরও ১জন শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হবে জানা যায়।
এদিকে নিজাম উদ্দিন বাদশা পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













