২৪ অক্টোবর ২০২৫

সল্টগোলা ক্রসিংয়ের খালে ভাসছিল যুবকের অর্ধগলিত লাশ

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

বুধবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে ঈশান মিস্ত্রি হাট সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করার বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে খালের মধ্যে জোয়ারের পানিতে একটি লাশ ভেসে আসতে দেখেন তারা। তাৎক্ষণিক তারা পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী বাংলাধারাকে বলেন, ‘সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট বাজার সংলগ্ন খাল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ৪৫ বছর হবে। লাশটি দেখে মনে হচ্ছে এটি আরও ৩-৪ দিন আগের৷ লাশটিতে ইতোমধ্যে পচন ধরেছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি আমরা। পিবিআই টিম লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘সল্টগোলা ক্রসিং এলাকা থেকে আজ সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হবে।’

বাংলাধারা/আরএইচ

আরও পড়ুন