বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাটস্থ সহস্রধারা লেকে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
নিহত পর্যটকের নাম মাহফুজ বিন ইকবাল (২৬)। তিনি নওগাঁ জেলার ধামুইরহাট থানার ধামুইরহাট চাকমৈরাম গ্রামের জাফর ইকবালের ছেলে।
নিহত পর্যটকের নাম মাহফুজ বিন ইকবাল (২৬)। তিনি নওগাঁ জেলার ধামুইরহাট থানার ধামুইরহাট চাকমৈরাম গ্রামের জাফর ইকবালের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে ঢাকার রামপুরা পূর্ব হাজী পাড়া থেকে ছয়জনের একটি দল সহস্রধারা ঝর্ণা দেখতে আসে। এরপর গোসল করতে নেমে মাহফুজ নামের ওই পর্যটক পানিতে ভেসে যান। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তিন ঘণ্টা পর ডুবুরী দল মাহফুজের মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাধারা/এফএস/এআর













