হাটহাজারী প্রতিনিধি »
দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর পাড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি হালদা চত্ত্বর নির্মাণ করেন। শুক্রবার(২৫ জুন) সকাল ১১ টায় হাটহাজারী উপজেলা গড়দুয়ার (বিলুপ্ত) নয়াহাট এলাকার নবনির্মিত এই চত্বরে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।
এসময় তিনি বলেন, প্রতি বছর নদীতে মা মাছ ডিম দেওয়ার খবর পেয়ে চট্রগ্রাম সহ হাটহাজারী উপজেলার সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে আসে। সংবাদ সংগ্রহ করতে এসে সংবাদকর্মীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো কিন্তু তাদের বসার কোন ব্যবস্থা ছিল না। এখন এ চত্বরে বসে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে পারবে, পাশাপাশি হালদা নদী সংক্রান্ত যে কোন সভা করেত পারবে। যেখানে এক সাথে কমপক্ষে ৪০-৫০ জন বসে সভা সমাবেশ করতে পারবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা -কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
বাংলাধারা/এফএস/এআর













