বাংলাদেশের সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন”আমার মনে হয়, বাংলাদেশের সাংবাদিকদের একটা মিনিমাম বেসিক থাকতে হবে। সেটা ৩০ হাজার বা ৪০ হাজার টাকা হোক।”
তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠান ন্যূনতম বেতন দিতে পারবে না, তাদের পত্রিকা বা গণমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত।
এমনকি তিনি সাংবাদিকদের বেতন কাঠামোর উন্নতির জন্য শ্রমিকদের মতো সংগঠিত হওয়ার আহ্বান জানান।