বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য আহমেদ কুতুব’র পিতা বীর মুক্তিযোদ্ধা নূরুল বাহার রোববার রাত ২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬ বছর।
আজ সোমবার যোহরের নামাজের পর মিরসরাই উপজেলার পশ্চিম মলিয়াইশস্থ গ্রামের বাড়িতে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফিরাত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












