২৮ অক্টোবর ২০২৫

সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক গোলাম সরোয়ার বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন ।
সম্ভাব্য সব স্হানে খোঁজ না পেয়ে রাত নয়টা দিকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজকের সূর্যোদয় সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী। জিডি নং- ২২৩৩।
নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে সম্প্রতি নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল বলে জানিয়েছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। তিনি সাংবাদিক গোলাম সরোয়ারের অবিলম্বে সন্ধান দিতে দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন