চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে ) টিভি ইউনিটের ডেপুটি চিফ ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ( টিসিজেএ ) সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের পিতার মৃদুল কান্তি দাশ মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার ( ১ মার্চ ) সকাল ৯ টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাইকপাড়ায়।
৭৪ বছর বয়সী মৃদুল কান্তি দাশ ভুগছিলেন বার্ধক্যজনিত রোগসহ নানা জটিল রোগে।
সিইউজে নেতৃবৃন্দ সাংবাদিক দীপঙ্কর দাসের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার ( ১ মার্চ ) এক শোকবার্তায় সিইউজের খসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।