বাংলানিউজ টোয়েন্টিফোর.কম ও ৭১টিভি জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে বান্দরবানের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
রোববার (১৮ জুন) সকালে জেলার প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহারিয়া, ৭১ টিভির জেলা প্রতিনিধি মো.জহির রায়হান।
সাংবাদিক নাদিম হত্যা সঙ্গে জড়িতরা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। তাছাড়া অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে বারবার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যার প্রমাণ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড যার তদন্ত এখনও শেষ হয়নি। তাই শুধু গ্রেপ্তারের আওতায় মধ্যে সীমাবদ্ধ না রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন বক্তারা।













