২৮ অক্টোবর ২০২৫

সাংবাদিক মহসিন চৌধুরীর মেয়ে সামিহা আর নেই

বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরী আর নেই। ( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মাত্র ১৯ বছর বয়সে নগরীর ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।

সামিহা রুদবা এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাংলাদেশ এলিমেন্টারি স্কুল হতে এসএসসি পাশ করেছিলেন। জেএসসি ও এসএসসি দুটি পরীক্ষায় জিপিএ গোল্ডেন-৫ অর্জন করেছিলেন।

আজ (২১ জুন) বাদে যোহর আন্দরকিল্লা খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদে প্রথম এবং বাদে আসর পটিয়ার এয়াকুবদন্ডীস্থ গ্রামের বাড়ির নোয়াজি মুনসী জামে মসজিদ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সামিহা রুদবা চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এবং মহাসচিব দীপ আজাদ।

এতে আরও শোক প্রকাশ করেন চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংসাদিক ইউনিয়ন, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বাংলাধারা পরিবারসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সর্বস্তরের সাংবাদিক মহল।

আরও পড়ুন