বাংলাধারা প্রতিবেদন »
বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপনের স্ত্রীর শবনম মুশতারী লাভলীর সুস্হতা ও রোগমুক্তি কামনায় দোয়া এবং মিলাদ- মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্ব) বাদ জুমা আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি এ দোয়া মাহফিল পরিচালনা করেন।
এসময় দোয়া মাহফিলে শরিক হন মাওলানা বেলাল হোসাইন, মো. বাদশা, মো. আলম, সাজ্জাত, মো কাশেম প্রমুখ।
শবনম মুশতারী লাভলী দীর্ঘদিন ধরে জটিল ও কঠিন রোগে ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন।
দোয়া মাহফিলে মহান আল্লাহ দরবারে লাভলীর
সুস্হতা ও রোগমুক্তি কামনা করে মিলাদ-মাহফিল ও
মোনাজাত করেন মাওলানা বেলাল হোসাইন।
মাহফিল শেষে অসহায়দের মাঝে রান্নাকরা তবারুক বিতরণ করা হয়।
বাংলাধারা/এফএস/এএ













