চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহর পিতা মাস্টার মক্তোল হোসাইন-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, “পিতা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সহযোদ্ধা সাংবাদিক হামিদ উল্লাহ পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।”
মস্তিষ্কে টিউমার অপারেশনের পরবর্তী জটিলতায় ভুগছিলেন মাস্টার মক্তোল হোসাইন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল মোয়াজ্জিমের দ্বীপ জামে মসজিদে বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।













