বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর কেন্দ্রীক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে শীর্ষ টার্মিনাল অপারেটর ‘সাইফ পাওয়ারটেক লিমিটেড’।
প্রতিষ্ঠানটি করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কর্মরত রোগীদের সেবায় সর্বশেষ রোববার (১৪ জুন) সকালে চারটি অক্সিজেন কনসেনট্রেটর, নেবুলাইজার, চারটি ভ্যান্টিলেটর হস্তান্তর করেছে।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের হাতে এসব উপকরণ তুলে দেন।
এ সময় বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর এম শফিউল বারী, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ, সচিব মো. ওমর ফারুক, সাইফ পাওয়ারটেকের মেজর হুমায়ুন, ক্যাপ্টেন তানভির হোসেন, সাইফুল আলম বাবু ও এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এর আগে ১৬ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর ‘সাইফ পাওয়ারটেক লিমিটেড’। এরপর গত ১২ মে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের হাতে ৫০০টি তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক, রাবার গ্লাভস ২০০টি, রিইউজেবল ও ওয়াশেবল পিপিই ২৫টি, মেডিক্যাল প্রটেকটিভ আই ওয়্যার গগলস ২৫টি এবং ৫টি ইনফ্রারেড থার্মোমিটার তুলে দেন।
জানা গেছে, এই করোনাকালীন সময়ে সাইফ পাওয়ার টেক লিমিটেড বন্দরে কনটেইনার লোড-আনলোড স্বাভাবিক রাখা প্রায় ২ হাজার শ্রমিককে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়া বন্দর কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক এবং তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৪ জুন) সকালে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়েছে।
বন্দর চেয়ারম্যান এসময় বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের এ দুঃসময়ে ক্রিটিক্যাল করোনা রোগীদের জন্য অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাইফ পাওয়ারটেক এগিয়ে এসেছে। এটি বড় পাওয়া। এর ফলে বন্দরের করোনা ইউনিটে জটিল রোগীদের সাপোর্ট দেওয়া সম্ভব হবে।
এ প্রসঙ্গে তরফদার মো. রুহুল আমিন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আমাদের শ্রমিকদের খাদ্য, পরিবহন সুবিধাসহ করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার নানা উদ্যোগ নিয়েছি। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনের সহযোগিতায় ত্রাণ দিচ্ছি। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ ও খেলোয়াড়দের অনুদান দিয়েছি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













